
কুমিল্লার তিতাসে বিএনপির বিজয় র্যালিতে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর অংশগ্রহণ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার কড়িকান্দি বাজারে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় র্যালিতে সামনের সারিতে সাইফুল মেম্বার নামক এক আওয়ামী লীগের সক্রিয় কর্মী অংশগ্রহণ করেছে।
মিছিলে তার সাথে ছিলো ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার ও সাধারণ মাজহারুল ইসলাম খোকাসহ বিএনপির নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ ঘটনা ঘিরে নানা বিতর্কের জন্ম দিয়েছে।
জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউনিয়ন, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে এবং মাইকে ভোট চেয়ে বক্তব্য দিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করতে দেখা গেছে। শুধু সাইফুল ইসলাম একা নয় তার তিন ছেলেও একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করত।
তথ্যসূত্র:
১. বিএনপির বিজয় র্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী, ফেসবুকে তোলপাড়
– https://tinyurl.com/ys6zvp5r


