চট্টগ্রামে পনির চাপে ভেঙে দুইভাগ হয়ে গেল কালভার্ট; দূর্ভোগে সাধারণ মানুষ

0
10

চট্টগ্রামে বুধবার রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।

নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো।

এতে চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে। ওই এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।


তথ্যসূত্র:
১. চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ
– https://tinyurl.com/3ear9vep

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআড়িয়াল খাঁ, পদ্মা ও মেঘনার নদী ভয়াবহ ভাঙন; দিশেহারা ৭০০’রও বেশি পরিবার
পরবর্তী নিবন্ধবিপদসীমা অতিক্রম করেছে কাপ্তাই হ্রদের পানি; তলিয়ে যাচ্ছে রাঙামাটির নিম্নাঞ্চল