গাজায় মুজাহিদদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত: জায়োনিস্ট বাহিনীর ৩টি সাঁজোয়া যান ধ্বংস

0
124

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনীগুলো গাজা জুড়ে বীরত্বের ইতিহাস রচনা করছেন। তীব্র অবরোধের মধ্যেও মুজাহিদিনরা জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় ‘সারায়া আল-কুদস’ এর সাথে যুক্ত মুজাহিদিনরা গত ৫ আগস্ট নিশ্চিত করেছেন যে, তারা খান ইউনিসের উত্তর-পূর্বে আবু হাদাফ এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। উক্ত এলাকায় শত্রু বাহিনী আগমনের পূর্বেই মুজাহিদিনরা একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করে রেখেছিলেন। আর যখনই শত্রু বাহিনীর যানবাহনগুলো নির্ধারিত স্থান অতিক্রম করতে শুরু করে, ঠিক তখনই পূর্বে স্থাপন করে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যান ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা সৈন্যরা হতাহত হয়।

এদিকে আল-কাসসাম ব্রিগেড গত ৬ আগস্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা উত্তর-পূর্ব খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন। বিস্ফোরকটি জায়োনিস্ট বাহিনীর একটি এপিসিকে লক্ষ্য করে ঘটানো হয়, যার ফলে এপিসির ভিতরে থাকা সমস্ত জায়োনিস্ট সৈন্য হতাহত হয়।

এদিন আল-কাসসাম ব্রিগেড অন্য এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা গাজার পূর্বাঞ্চলীয় আল-তুহফা পাড়ার পূর্বে “আল-মাহাত্তা পার্ক” এলাকার কাছে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা এই অভিযানে আল-ইয়াসিন ট্যান্ডেম শেল ব্যবহার করে জায়োনিস্ট বাহিনীর একটি D9 সামরিক বুলডোজার ধ্বংস করেছেন।

এমনিভাবে গত ৭ আগস্ট, আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা আল-তুফাহ পাড়ার পূর্বে, দারুল-আরকাম স্কুলের চারপাশে শত্রু সৈন্য এবং তাদের যানবাহনের একটি সমাবেশস্থল লক্ষ্য করে একাধিক মর্টার শেল ছুঁড়েছেন। একইভাবে আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা “নির আম” বসতিতে জায়োনিস্ট বাহিনীর অবস্থান লক্ষ্য করে রকেট দিয়ে বোমা হামলা চালিয়েছেন।

এদিন আল-কাসসাম ব্রিগেড, আল-কুদস ব্রিগেড এবং সালাহউদ্দিন ব্রিগেডের মুজাহিদিনরা খান ইউনিসের উত্তরে যৌথ অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা অঞ্চলটির আল-সাতার ও আল-ঘারবি এলাকায় জায়োনিস্ট বাহিনী এবং তাদের যানবাহনের সমাবেশস্থলগুলো লক্ষ্য করে একযোগে ভারী মর্টার শেল দিয়ে গোলাবর্ষণ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/ap7epej5
– https://tinyurl.com/msd3zzwp
– https://tinyurl.com/5n88mt59
– https://tinyurl.com/3rvfkcnb
– https://tinyurl.com/2xb66w66
– https://tinyurl.com/a2dnwktc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোলান উপত্যকা সংলগ্ন এলাকায় ইসরায়েলের অবৈধ সামরিক তৎপরতা
পরবর্তী নিবন্ধদেশের স্বাধীনতা রক্ষায় আফগান সরকার দৃঢ়প্রতিজ্ঞ : জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ