হ্যান্ডমাইক হাতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের প্রশিক্ষণ দেয় মেজর সাদিকের স্ত্রী

0
56

সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গেরিলা প্রশিক্ষণে অংশ নেয় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রশিক্ষণে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা পরিচয় গোপন রেখে বিশেষ কোড ব্যবহার করে অংশ নেয়। প্রশিক্ষণে পরিকল্পনা হয় শেখ হাসিনা নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে লোকজন ঢাকা শহরে সমবেত করবে এবং শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য সভায় শপথ নেওয়া হয়। ওই সভায় উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেয় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। ভাটারা থানার মামলায় গ্রেফতার চালক লীগের সভাপতি মিলন শিকদার আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলে। রোববার (১০ আগস্ট) তাকে আদালতে হাজির করা হয়। এ সময় সে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করে।

জবানবন্দিতে সে বলে, সোবহান গোলন্দাজ নামের একজন আওয়ামী লীগ সমর্থক তাকে সেখানে নিয়ে যায়। ওই সভায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহলের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী সরাসরি এবং অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের দায়িত্বে ছিল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। প্রশিক্ষণে হ্যান্ড মাইক হাতে সে (সুমাইয়া জাফরিন) সবাইকে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলে।

এর আগে এ মামলায় বুধবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড চাইলে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।


তথ্যসূত্র:
১. হ্যান্ডমাইক হাতে প্রশিক্ষণ দেন সুমাইয়া জাফরিন
– https://tinyurl.com/3pvpunxn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত ১ মাসে আফগানিস্তানজুড়ে ১৮ হাজার একরের অধিক সরকারি জমি পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধএনসিপি নেতার ০৫ লাখ টাকা চাঁদা দাবি, ভিডিও ভাইরাল