
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর কোয়ারিতে চলছে নজিরবিহীন লুটপাট। প্রায় দুই সপ্তাহ ধরে মাটি খুঁড়ে গর্ত করে যে যার মতো নিয়ে যাচ্ছে পাথর। ইতোমধ্যে প্রায় শতকোটি টাকার পাথর লুটপাট হয়েছে। দিনরাত পাথর লুটপাট হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে।
গত এক বছরে সাদা পাথরের পার্শ্ববর্তী রোপওয়ের সংরক্ষিত বাংকার থেকে পাথর উত্তোলন করে ধ্বংস করা হয়েছে। সরেজমিন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সাদা পাথরের এলাকাজুড়ে ছোটবড় গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে। এ পাথর নৌকা দিয়ে বহন করে দয়ারবাজার, কালীবাড়ী, ভোলাগঞ্জ, দশনম্বর ও গুচ্ছগ্রাম এলাকার নদীর তীরে এনে বিক্রি করা হয়। পরে এ পাথর ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়।
প্রকাশ্যে দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের পাথর লুট করে বিভিন্নভাবে পরিবহন করলেও তাদের কেউ বাধা দিচ্ছে না। মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও তাতে কোনো ফল আসছে না।
প্রতি বছর পাহাড়ি ঢলে ভারত থেকে নেমে আসে সাদা পাথর। এই পাথরের ওপর দিয়ে বয়ে চলে স্বচ্ছ পানির প্রবাহ। তার পাশেই ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু সবুজ পাহাড়। পাথর, পানি আর পাহাড়ের মিতালি দেখতে সারা বছরই মানুষ এখানে ভিড় জমায়। নৈসর্গিক সুন্দর এ স্থানটি প্রশাসনের অবহেলায় এখন বিলীনের পথে।
তথ্যসূত্র:
১. সিলেটে শতকোটি টাকার সাদা পাথর লুট
– https://tinyurl.com/y2rytur4


