বাংলাদেশ সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ

0
80

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি এর তত্ত্বাবধান করছেন।

বিএসএফের এই ‘অপারেশন অ্যালার্ট’-এর আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম এবং ভ্রাম্যমাণ টহল দলের সাহায্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/8f5ydh4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিষখালী নদীর ভাঙন মুখে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরবর্তী নিবন্ধজুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতি সহ গ্রেফতার ৩৪