
আফগানিস্তানে বর্তমানে ২৯টি বড় ও ১৭৫টি ছোট আকারের খনি সক্রিয় রয়েছে। প্রায় ১ লক্ষ ৭০ হাজার শ্রমিক খনিসমূহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত রয়েছেন। ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্যগুলো জানানো হয়েছে।
এই সকল খনি হতে বিভিন্ন খনিজ পদার্থ যেমন ক্রোমাইট, ট্যালক, স্বর্ণ, জিপসাম, চুন, লবণ, সীসা, দস্তা, কয়লা এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ হয়ে থাকে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক তত্ত্বাবধানে খনি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ এই খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছেন।
তথ্যসূত্র:
1. 170,000 Workers Employed in Afghanistan’s Mining Industry
– https://tinyurl.com/yfyayjvk


