
দেশের বিভিন্ন প্রদেশ জুড়ে ৫৯১ জন মাদকাসক্ত ব্যক্তিকে আটক করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এর মধ্যে হেরাত প্রদেশে ২৯৫ জন, হেলমান্দ প্রদেশে ২৫৭ জন এবং অবশিষ্ট ৩৯ জনকে বালখ, সামানগান, ময়দান ওয়ারদাক, জাবুল, ফারাহ ও পারওয়ান প্রদেশ হতে একত্রিত করা হয়েছে।
আটককৃতদের চিকিৎসার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে। তালিবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত মাদক প্রতিরোধ সংক্রান্ত উপ-কার্যালয় হতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার পুনঃপ্রতিষ্ঠার পর দেশের বিভিন্ন অঞ্চল হতে উল্লেখযোগ্য সংখ্যক মাদকাসক্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে, চিকিৎসার জন্য তাদেরকে বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
তথ্যসূত্র:
1. Around 600 Addicts rounded for treatment
– https://tinyurl.com/2rpuept6


