আফগানরা কখনোই দখলদারিত্বের ছায়ায় বাঁচতে চায়নি: আফগান সেনাপ্রধান

0
61

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাপ্রধান ক্বারী ফসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ বলেছেন, স্বাধীনভাবে জীবনযাপন করা আফগানদের প্রাচীন ও গভীর সংস্কৃতি। এই জাতি কখনোই দখলদারিত্বের অধীনে বসবাস করতে চায়নি।

গত ১৯ আগস্ট, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আফগানরা দখলদারিত্বের ছায়ায় জীবন না কাটানোর জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আজ আমরা এমন একটি সময়ে এই দিনটি উদ্‌যাপন করছি, যখন আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। পূর্বে এই দিবস উদ্‌যাপন করা হতো দখলদারদের ছায়াতলে।’


তথ্যসূত্র:
1. Living freely is a deep-rooted trait of Afghans
– https://tinyurl.com/yc7jmapb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে আরও দুই মুসলিম ব্যক্তির সম্পত্তি জব্দ করলো দখলদার ভারত
পরবর্তী নিবন্ধকাশ্মীরে নিজের গুলিতে নিজেই আহত ভারতীয় সেনা