আফগানরা এখন আর কারো দাসত্ব করে না: মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ

0
81

আফগানিস্তান এখন আর কোনো দেশের প্রভাব বা দাসত্ব মেনে নেয় না বলে মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনী বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমানে আফগান জাতি কারও অধীন নয়। আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করছি। কেউ আমাদের মর্যাদা ও সম্পদের প্রতি হুমকি হিসেবে দাঁড়াতে পারছে না, এবং আমরা আর কারও নির্দেশে সিদ্ধান্ত গ্রহণ করি না। আফগানিস্তানে এখন একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী শাসনব্যবস্থা কার্যকর রয়েছে।’

আফগানিস্তানের ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের ১০৬তম বার্ষিকী উপলক্ষে গত ১৯ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোল্লা বারাদার আরও বলেন, ‘ইমারতে ইসলামিয়া ক্ষমতায় আসার পর স্বাধীনতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্পষ্ট হয়েছে। এখন ইসলাম ও আফগানিস্তানই আমাদের মূল অগ্রাধিকার, এখানে পক্ষপাত বা গোষ্ঠীগত স্বার্থের কোনো স্থান নেই।’

তিনি জনগণের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের আরও সংহত ও ঐক্যবদ্ধ হতে হবে, যাতে এই স্বাধীনতা রক্ষা করা যায়।’

বিদেশে বসবাসরত আফগানদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশে ফিরে আসুন। ইমারতে ইসলামিয়ার কোল আপনাদের জন্য উন্মুক্ত।’


তথ্যসূত্র:
1. the Afghan nation is free from captivity, its political and economic destiny is determined solely by itself
– https://tinyurl.com/2k6zmy24

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের সেনাবাহিনী শক্তিশালী ও প্রভাবমুক্ত: মাওলানা ইয়াকুব মুজাহিদ
পরবর্তী নিবন্ধমাউন্ট হারমনে বিস্ফোরণ, সাত দখলদার ইসরায়েলি সেনা আহত