
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক বর্বর ইসরায়েলি হামলায় ২৩ আগস্ট, শনিবার আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে অন্তত ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে দুইজন শিশু। ২৪ আগস্ট, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে চিকিৎসকদের সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। একইসঙ্গে দখলদার ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় আড়াই মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে আগ্রাসন চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
শনিবার আল জাজিরা অ্যারাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জেইতুন পাড়া। এই এলাকাটিকেই গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। গাজার আল-আহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, সাবরায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে।
তথ্যসূত্র:
1.Israeli attacks kill 63 across Gaza as troops push deeper into Gaza City
– https://tinyurl.com/2fbkx62u


