
ব্যাপক সংস্কারের পর আফগানিস্তানের গজনি প্রদেশে পুনরায় চালু করা হয়েছে খুলাফায়ে রাশেদার আমলে নির্মিত ঐতিহাসিক বাবাজি মসজিদ। গজনির পুরনো শহরে অবস্থিত মসজিদটি উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী আতিকুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহ।
উদ্বোধনের সময় তিনি বলেন, এই মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছিল আজ থেকে ১৪০০ বছর পূর্বে, ইসলামের ৩য় খলিফা হযরত উসমান বিন আফফান রাযিয়াল্লাহু এর খিলাফত আমলে। সেই সময় আফগানিস্তানে ইসলামের প্রথম আগমন ঘটেছিল। এছাড়া গজনি প্রদেশে নির্মিত এটিই প্রথম মসজিদ।
বছরের পর বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের ফলে ঐতিহাসিক এই মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়।
দুই তলা বিশিষ্ট এই মসজিদ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষ মার্কিন ডলার। এটির মেরামত কাজ প্রায় ১৪ মাস অবধি চলেছিল।
মসজিদটি পুনরায় চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন গজনি প্রদেশের স্থানীয় বাসিন্দাগণ। এরূপ ঐতিহাসিক স্থাপনা ও ইসলামের নিদর্শনগুলো রক্ষায় সরকারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
ভিডিও দেখুন:
Renovation of the Historic Babaji Mosque in Ghazni has been Completed pic.twitter.com/pwSSPfecfP
— Hurriyat Radio English (@HurriyatEN) August 24, 2025
https://x.com/i/status/1959649764532007056
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3jfdx4w7
2. Ghazni’s historic Babaji Mosque repair work completed
– https://tinyurl.com/228n2s8v


