দাড়ি রাখায় ০৩ পুলিশ সদস্যকে শাস্তির চিঠি

0
132

হবিগঞ্জে অনুমতি ছাড়া দাড়ি রাখার অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে দণ্ড দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

শাস্তিপ্রাপ্তরা হলেন—সদর কোর্টে কর্মরত কনস্টেবল দুলাল মিয়া, অপরাধ শাখার কনস্টেবল হৃদয় আহমেদ ও মোটরযান শাখার কনস্টেবল ইফতেখার হোসেন সুমন।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এ.এন.এম সাজেদুর রহমান স্বাক্ষরিত আদেশে জানা যায়, ইসলামী শরীয়াহ মোতাবেক দাড়ি রাখার জন্য আবেদন করলেও অনুমোদনের আগেই সংশ্লিষ্ট কনস্টেবলরা দাড়ি রেখেছিলেন।

এজন্য পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হওয়ার সময় তাদের মুখে দাড়ি দেখা যায়। এ অবস্থায় নিয়ম ভঙ্গের কারণে প্রত্যেককে দুই দিনের জন্য প্রতিদিন দুই ঘণ্টা করে ‘পিডি’ (প্যারেড ড্রিল) ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরআই (ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স হবিগঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে—শাস্তি কার্যকর করে প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করতে। একই সঙ্গে সংশ্লিষ্ট শাখার ইনচার্জদের মাধ্যমে ছাড়পত্র প্রদান করার নির্দেশও জারি করা হয়।


তথ্যসূত্র:
১.দাড়ি রাখায় তিন পুলিশ সদস্যের শাস্তির চিঠি ভাইরাল, অতঃপর…
-https://tinyurl.com/mr473k8f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ ও অবাঞ্ছিত ঘোষণা
পরবর্তী নিবন্ধভিকারুননিসায় হিজাব পরিধান করায় ২২ শিক্ষার্থীকে হেনস্থা ও ‘জঙ্গি’ তকমা;  প্রাথমিক প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ