পাকিস্তানের বর্বরতা: আফগানিস্তানের খোস্ত ও নানগারহার প্রদেশে ড্রোন হামলায় ৩ শিশু শহীদ

0
94

আফগানিস্তানের নানগারহার ও খোস্ত প্রদেশে ২৭ আগস্ট রাতে বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

খোস্ত প্রদেশের প্রাদেশিক মুখপাত্র মুস্তাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ বলেন, প্রদেশের ডুরান্ড লাইনের নিকটে সুরখাক এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ৩ জন শিশু শহীদ ও ৫ জন আহত হয়। আহতদের মধ্যে নারী, শিশুও রয়েছে। গত ২৮ আগস্ট রাতে হাজি নাঈম গুল নামে এক স্থানীয় ব্যক্তির বাড়ির উপর এই হামলাটি ঘটে।

অপরদিকে নানগারহার প্রদেশের শিনওয়ার জেলায় ২৮ তম উপত্যকা এলাকায় ২টি পাকিস্তানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ শিশু ও এক মহিলা আহত হয়েছেন। আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। স্থানীয় শাহ সাওয়ার নামে একজন বেসামরিক নাগরিকের বাড়ির উপর এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় ইমারতে ইসলামিয়ার নানগারহার প্রদেশের উপগভর্নর মৌলভী আজিজুল্লাহ মুস্তাফা হাফিযাহুল্লাহ উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে তিনি বর্ণনা করেছেন।


তথ্যসূত্র:
1. Innocent Civilians Targeted in Nangarhar and Khost
– https://tinyurl.com/w9a2fsky

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ২৩৩ জন ইমামকে হত্যা, ৮২৮ মসজিদ ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধসীমান্ত রক্ষায় কোনও প্রকার আপোষ করা হবে না: ড্রোন হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানকে ইমারতে ইসলামিয়া