
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘শুধুমাত্র শেখ হাসিনা মাঝে মধ্যে এসে থাকার জন্য ৪৫০ কোটি টাকার পাঁচ তারকা মানের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলো এখন সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি করেছে।’
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারায় এক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী টানেলকে ঘিরে ব্যাপক লুটপাট হয়েছে। কয়েক দফায় বাজেট বাড়িয়ে নিজেদের পকেট ভারী করা হয়েছে, যার মাশুল এখন জনগণকে দিতে হচ্ছে।
ডা. শাহাদাত বলেন, শুরুতে কর্ণফুলী টানেলের নির্মাণ ব্যয় আট হাজার কোটি টাকা ধরা হলেও তা কয়েক দফায় বাড়িয়ে ১১ হাজার কোটি টাকা করা হয়েছে।
তথ্যসূত্র:
১. ‘শেখ হাসিনার মাঝে মধ্যে থাকার জন্য ৪৫০ কোটির রেস্টহাউস’
– https://tinyurl.com/384u893a


