ইসলামী শরিয়ার আলোকে কবিতা রচনা সংক্রান্ত আইন অনুমোদন করল ইমারতে ইসলামিয়া

0
64

কবিতা রচনা সংক্রান্ত আইন অনুমোদন করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। সরকারী গেজেট আকারে এই আইন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়ার আইন বিষয়ক মন্ত্রণালয়।

এই আইনে ২টি অধ্যায় ও ১০টি অনুচ্ছেদ রয়েছে। এতে কাব্য প্রচারকারী প্রতিষ্ঠান, কবিতার বিষয়বস্তু ও কবিতা মূল্যায়ন কমিটির দায়িত্ব সংক্রান্ত বিষয়াবলী বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে।

আইন অনুযায়ী, কবিদের অবশ্যই নৈতিক ও ইসলামের মূলনীতি মেনে চলতে হবে। তাদেরকে আবশ্যিকভাবে দ্বীন ইসলামের অবমাননা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি কবিতার মাধ্যমে জাতি ও ভাষাগত বিভেদ সৃষ্টি, অনৈসলামিক রীতিনীতি প্রচার ও ইমারতে ইসলামিয়ার আমিরের শরিয়াহ সম্মত সিদ্ধান্তের সমালোচনা করা থেকে তাদেরকে বিরত থাকতে হবে।

এই আইন অনুযায়ী, কবিদের রচনায় অবশ্যই ইসলামী মূল্যবোধ সমুন্নত থাকতে হবে, কবিতার মাধ্যমে ইসলামী শরিয়াহ ব্যবস্থাকে তুলে ধরতে হবে। এমন কবিতা রচনা করতে হবে যা মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও দ্বীন ইসলামের পথে মানুষের মধ্যে উৎসাহ যোগাবে।

এছাড়া কাব্য রচনার পূর্বে ও পরে তা সংশ্লিষ্ট সরকারী কমিটি কর্তৃক মূল্যায়ন করা হবে। নতুন এই আইন অনুসারে, সমাজ সংশোধনে অবদান রাখা কবি ও শিল্পীদের পুরস্কৃত করবে ইমারতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। কেউ এই আইন অমান্য করলে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে।


তথ্যসূত্র:
1. IEA’s supreme leader signs law regulating poetry gatherings
– https://tinyurl.com/yewzjxua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসফর মাস জুড়ে পশ্চিম আফ্রিকায় মুজাহিদদের আক্রমণে ৩৬৮ শত্রু সৈন্য নিহত: বন্দী আরও ১৯ সেনা
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনে শহীদ আরও ৭৭ ফিলিস্তিনি