রাজধানী মোগাদিশু এবং জুবা অঞ্চলে শাবাবের অভিযান: হতাহত ১৬ শত্রু সেনা

0
82

আল-কায়েদা পূর্ব আফ্রিকা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, গত ৩০ আগস্ট শনিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশু সহ দেশের একাধিক অঞ্চলে অন্তত ৬টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মুজাহিদিনরা শত্রু বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোর একটি পরিচালনা করেন রাজধানী মোগাদিশুর করণ জেলায়। অভিযানটি রাজধানীর বুলো মাক্সায়া এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণের মাধ্যমে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে চালানো হয়।

হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক পরিচালিত অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় মোগাদিশু বাহিনীর বেশ কয়েকটি সামরিক ইউনিটের সদস্যরা, যাদের মধ্যে সেনা সদস্য, পুলিশ, গোয়েন্দা সংস্থা এমনকি মধ্য শাবেলি রাজ্যের গভর্নরের নিরাপত্তা রক্ষীরাও রয়েছে।

হামলার প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিস্ফোরণের ফলে কমপক্ষে ৪ শত্রু সৈন্য নিহত এবং আরও ৮ সৈন্য আহত হয়েছে। আহত সৈন্যদের মাঝে মধ্য শাবেলি রাজ্যের গভর্নরের ২ রক্ষীও আছে।

এদিন রাতে মুজাহিদিনরা নিম্ন জুবা রাজ্যে শত্রু বাহিনীর বিরুদ্ধে একটি ভারী অতর্কিত আক্রমণ পরিচালনা করেন। অভিযানটি রাজ্যের কৌশলগত শহর কিসমায়োর উপকণ্ঠে বার-সাঙ্গুনি এলাকায় অবস্থিত একটি শত্রু সামরিক ক্যাম্প লক্ষ্য করে চালানো হয়। এতে দেশটি বিতর্কিত জুবাল্যান্ড প্রশাসনের সাথে যুক্ত সামরিক বাহিনীর কমপক্ষে ৪ সৈন্য আহত হয়।

উল্লেখ্য যে, মুজাহিদিনরা গত ৩০ আগস্ট শনিবার, রাজধানী মোগাদিশু বানাদির ও কাক্সডা এলাকায় ২টি এবং হিরান রাজ্যের বালদাউইন শহরে আরও ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা তাদের এই অভিযানগুলো শত্রু বাহিনীর ১টি সামরিক অবস্থান, ২টি চেকপয়েন্ট এবং ১টি সামরিক ক্যাম্প লক্ষ্য করে পরিচালনা করেন। ফলশ্রুতিতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2h4k4jcw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩১ আগস্ট, সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগের ঐতিহাসিক দিন উপলক্ষ্যে ইমারতে ইসলামিয়ার বার্তা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে সিমেন্ট কারখানার উদ্বোধন, আমদানি নির্ভরতা কমাতে পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার