সামাজিক অপসংস্কৃতি নির্মূলের দায়িত্ব প্রত্যেক নাগরিকের উপরই বর্তায়: তালিবান গোয়েন্দা উপপ্রধান

0
69

আফগানিস্তানের খোস্ত প্রদেশে অনুষ্ঠিত এক বৈঠকে ইসলামের আলোকের নারী অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন ইমারতে ইসলামিয়ার গোয়েন্দা বিভাগের উপপ্রধান মোল্লা তাজমির জাওয়াদ হাফিযাহুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, মন্দের অনুশীলন ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব সমাজের প্রতিটি ব্যক্তির উপরই বর্তায়।

সামাজিক কুপ্রথার কবলে পড়ে জন্মস্থান ত্যাগ করে অনেক নাগরিককে অজানা উদ্দেশ্যে পাড়ি জমাতে হয়েছে, জীবনে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।

বৈঠকে নারী অধিকার সমুন্নত রাখতে ইমারতে ইসলামিয়া সরকারের আন্তরিকতা তুলে ধরেছেন জাওয়াদ হাফিযাহুল্লাহ। তিনি বিগত ৪ বছরে ইমারতে ইসলামিয়া সরকারের সাফল্য তুলে ধরেন। এছাড়া ইসলামী ব্যবস্থার সমর্থনে কাজ করতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক কুপ্রথার কারণে অসংখ্য নারী ইতোপূর্বে সহিংসতার শিকার হয়েছেন। তবে বর্তমানে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষের হস্তক্ষেপে এই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হওয়াই সংশ্লিষ্টগণ কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

উল্লেখ্য যে, বিগত ২ সপ্তাহে নারী অধিকার সংক্রান্ত ২১টি মামলা সমাধান করেছেন ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. We all are responsible to combat harmful practices and traditions
– https://tinyurl.com/4x7p375v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে সিমেন্ট কারখানার উদ্বোধন, আমদানি নির্ভরতা কমাতে পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ৫০০, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম