ভিডিও || ভারতে তিন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়েছে হিন্দুত্ববাদীরা

0
92

ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলার পরতাপুর এলাকায় তিন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের ওপর এ হামলা চালানো হয়। হামলার সময় মুসলিম যুবকদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়।

ভারতীয় গণমাধ্যম মাকতুম মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট কাজ শেষে বাড়ি ফেরার সময় ওয়াসিম, রিজওয়ান ও আমির নামের এই তিন যুবকের পথ আটকায় কয়েকজন হিন্দুত্ববাদী। লোহার রড ও লাঠিসোটা হাতে তারা প্রথমে তাদের নাম জানতে চায়। মুসলিম নাম শুনেই তাদের ওপর হামলা চালানো হয়।

হামলার এক ফাঁকে দুই যুবক আমির এবং রিজওয়ান কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হয়, আর তৃতীয় যুবক ওয়াসিমকে হিন্দুত্ববাদীরা বেঁধে নির্মমভাবে মারধর করে। হামলার ঘটনায় ওয়াসিম গুরুতর আহত হন এবং তাকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রিজওয়ান ও আমিরও মারাত্মকভাবে আহত হয়েছেন।

ভুক্তভোগীদের পরিবার পিলখুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তারা অভিযুক্তদের নামও উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন দীপক, নিখিল, জে.জে. কবর ও পঙ্কজ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবারগুলো।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা বলছেন, এই ধরনের হামলা তাদের মধ্যে ভয় সৃষ্টি করেছে। তারা পুলিশের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/three-youth.mp-4


তথ্যসূত্র:
1. “We were asked our names,” say Muslim men attacked in Hapur, forced to chant Jai Shri Ram
– https://tinyurl.com/49kk7fjs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ৫০০, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
পরবর্তী নিবন্ধগাজায় আবারো ‘নিজেদের গুলিতে’ নিহত এক দখলদার ইসরায়েলি সেনা