
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পরও বেসরকারি মধুমতি ব্যাংকে এখনো শক্ত অবস্থানে রয়েছে শেখ পরিবার। ব্যাংকটির পরিচালক পদে রয়েছে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল ও মামাতো ভাইয়ের ছেলে শেখ ফজলে নূর তাপস।
সরকার পতনের পর থেকেই তারা পলাতক রয়েছে। এ সময়ের মধ্যে তারা ব্যাংকের কোনো বোর্ড সভায় উপস্থিত ছিল না। অথচ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো পরিচালক টানা তিনটি বোর্ড সভায় বা তিন মাসের বেশি সময় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন অনুপস্থিতির পরও ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ূন কবীর বারবার তাদের ছুটি বাড়িয়ে পরিচালক পদে বহাল থাকার সুযোগ করে দিচ্ছে। উল্লেখ্য, হুমায়ূন কবীর আবার তাপসের স্ত্রীর আত্মীয় (বোনজামাই)।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু ব্যাংকের পরিচালক আত্মগোপনে রয়েছে। তাদের অধিকাংশই বিদেশে চলে গেছে। এসব পরিচালক নানা কৌশলে ব্যাংকের পর্ষদে টিকে থাকার চেষ্টা করছে। কেউ কেউ বিদেশে বসে অনলাইনে সভায় অংশ নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অনলাইনে অংশগ্রহণের সুযোগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে অনেকেই হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে ছুটি নিয়ে মাসের পর মাস পার করে দিচ্ছে।
মধুমতি ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গত ১৩ মাস ধরে ব্যাংকের পরিচালক শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ ফজলে নূর তাপস বোর্ড সভায় অংশ নিচ্ছে না। নিয়ম অনুযায়ী, কোনো পরিচালক পরপর তিনটি সভায় বা তিন মাস অনুপস্থিত থাকলে তার পদ বাতিল হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান হুমায়ূন কবীর তাদের ছুটি অনুমোদনের মাধ্যমে পদে বহাল রাখছে। দুই পরিচালক ছুটির আবেদন ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। কখনো কখনো ছুটির আবেদন ছাড়াই তাদের ছুটি বাড়ানো হয়।
ব্যাংকের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান হুমায়ূন কবীরের এক কোটি ৫৫ লাখ ৮ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন জুয়েলের রয়েছে দুই কোটি ৯ লাখ ৩৬ হাজার ৪৭৫টি এবং শেখ ফজলে নূর তাপসের চার কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫০০টি শেয়ার।
তথ্যসূত্র:
১. শেখ পরিবারের সদস্যরা বহাল মধুমতি ব্যাংকে
– https://tinyurl.com/25kn5s6k


