বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত সাধারণ কৃষক

0
19

মেহেরপুর সদর উপজেলার কালোগাঙনী গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার মাঝে পড়ে মফেজ আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালোগাঙনী গ্রামের ঘোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মফেজ আলী একই গ্রামের জামাল আলীর ছেলে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে ঘোনার মোড়ে একটি চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী এবং বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতি হয়। বাগবিতণ্ডা চলাকালীন সময়ে পাশে থাকা মফেজ আলীও তাতে জড়িয়ে পড়ে। হাতাহাতির এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তথ্যসূত্র:
১. বিএনপির সমর্থকদের হাতাহাতিতে প্রাণ গেলো কৃষকের
– https://tinyurl.com/mrpap4wm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমঞ্চের সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
পরবর্তী নিবন্ধ‘মাথায় বন্দুক ঠেকিয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়’; তিন সাক্ষীর মামলা