
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি জনগণ।
গত ১ সেপ্টেম্বর এক গণমাধ্যমের বিবৃতিতে উঠে আসে, ফিলিস্তিনিরা জানায়, ‘আমরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এবং ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাই। আল্লাহ তা’য়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের প্রতি অশেষ দয়া প্রদর্শন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।’
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট স্থানীয় সময় বিকেলে ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাহাড়ি অঞ্চলে। আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১,৪১১ নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়েছেন।
উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়ায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
গাজার সাধারণ মুসলিমদের পক্ষ থেকেও আফগানিস্তানের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে, ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/gaza-people-01-09-2025


