
সম্প্রতি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও বিপর্যয়ের মধ্যে দেশজুড়ে যখন শোক ও দুর্দশা নেমে এসেছে, তখনও থামেনি পাকিস্তানের কঠোরতা। মানবিক হওয়ার পরিবর্তে তারা উল্টো দুঃখজনক ও অমানবিক পদক্ষেপ নিয়েছে, সংকটপূর্ণ এই মুহূর্তে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও তীব্র করেছে।
গত ৫ সেপ্টেম্বর টোলো নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সরকার আফগান নাগরিকদের দেশ ছাড়ার জন্য গত ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর দুর্যোগ সত্ত্বেও শরণার্থীদের বিতাড়ন আরও কঠোরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। পাকিস্তানের এই নিষ্ঠুর পদক্ষেপের ফলে আফগান শরণার্থীরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
৪০ বছরের বেশি সময় ধরে পাকিস্তানে বসবাসকারী অনেক আফগান এই জোরপূর্বক উচ্ছেদের কারণে আজ রাস্তায়। খাইবার পাখতুনখোয়ার অভিবাসী মীর মিয়াখিল বলেন, ‘মানুষ ভীষণ উদ্বিগ্ন। আমরা প্রায় চল্লিশ বছর ধরে এখানে ব্যবসা করছি। এত অল্প সময়ে সবকিছু ছেড়ে চলে যাওয়া অসম্ভব।’
আরেক আফগান অভিবাসী আতিকুল্লাহ মনসুর জানান, ‘বিতাড়ন থেমে নেই, বরং প্রক্রিয়াটি আরও বেড়েছে। আমরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি, যেন ধীরে ধীরে ও নিরাপদে ফেরত পাঠানো হয়। কিন্তু আমাদের অনুরোধ শোনা হয়নি।’
অভিবাসীরা অভিযোগ করেছেন, পাকিস্তান ভিসার মেয়াদ নবায়ন করছে না। এর ফলে তারা মারাত্মক সমস্যায় পড়েছেন। তাদের মতে, আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জোরপূর্বক বহিষ্কার বন্ধ করতে হবে।
পাকিস্তানে বসবাসকারী আফগান অভিবাসী মুহাম্মদ রেজা সাজেশ বলেন, ‘আফগান শরণার্থীরা অসংখ্য সমস্যার মুখোমুখি হচ্ছে। ভিসা নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং মেয়াদ বাড়ানোর কোনো সম্ভাবনাও নেই।’
অভিবাসী অধিকারকর্মী জামাল মুসলিমের মতে, ‘পাকিস্তানকে তার আন্তর্জাতিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। অথচ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হাজার হাজার আফগান শরণার্থীকে হয়রানি করা হচ্ছে।’
এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন।’ তিনি সতর্ক করেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে।
উল্লেখ্য: আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৫,৮৪৫ জনে পৌঁছেছে। একের পর এক ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। গত ৫ সেপ্টেম্বর রাত ও পরদিন সকালে রিখটার স্কেলে ৪.৯ ও ৫.২ মাত্রার ভূমিকম্প আবারও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোকে কাঁপিয়ে তোলে। এতে দারা নূর ও কোজ কুনার জেলার বহু ঘরবাড়ি ধ্বসে পড়ে এবং নতুন করে হতাহতের খবর পাওয়া যায়।
তথ্যসূত্র:
1. Sharp Rise in Forced Deportations of Afghan Migrants from Pakistan
– https://tinyurl.com/y5u2c9er


