
চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলামের সামনে এক যুবক অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে নিজেদের সুন্নি দাবি করা মাজারপন্থীরা মাদ্রাসার ছাত্রদের ওপর হামলা চালায়। এতে অর্ধশতাধিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (৬ সেপ্টম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারি করে।
আদেশে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওই ছবি ফেসবুকে পোস্ট দেয় আরিয়ান ইব্রাহীম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে আরিয়ান ইব্রাহীম নামে ওই যুবককে আটক করে। আটক আরিয়ান ইব্রাহীম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড়ের মুহাম্মদ মুসার ছেলে। আটকের পর সে ভিডিও বার্তায় উক্ত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল থেকে হাটহাজারী পৌর এলাকায় বিক্ষোভ করেন হাটহাজারী মাদ্রাসার ছাত্র ও স্থানীয়রা। পৌরসভার গোল চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সন্ধ্যার পর তাদের ওপর হামলা চালায় স্থানীয় কথিত সুন্নি দাবিদারেরা।
তথ্যসূত্র:
১. হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের ওপর সুন্নিদের হামলা, ১৪৪ ধারা জারি
-https://tinyurl.com/mupr56dt


