অস্ত্র ও গ্রেনেডসহ গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি

0
21

খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকু (৫৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার ভোর রাতে লবণচরা থানাধীন হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার বসতঘরের বিছানার নিচে থেকে একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড শটগানের কার্তুজ এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে লবণচরা থানায় মামলা হয়েছে।

সাবেক যুবদল নেতা টুকুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতে টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। গ্রেপ্তারের পর তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়।


তথ্যসূত্র:
১. অস্ত্র ও গ্রেনেডসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/354hx9jj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার দায়ে অভিযুক্ত আ.লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি
পরবর্তী নিবন্ধচিকিৎসাধীন অবস্থায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত নেতাকর্মীর মৃত্যু