
আফগানিস্তানের বিদ্যুৎ খাতকে আধুনিকীকরণ ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশটির বিদ্যুৎ বিভাগ (দ্য আফগানিস্তান ব্রেশনা শেরকাত) প্রায় ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও যন্ত্রপাতি তৈরির প্রকল্পে বিনিয়োগ চুক্তি এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
গত ৬ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত দুই দিনব্যাপী ‘বিদ্যুৎ খাতে বিনিয়োগ আকর্ষণ ও সহায়তা’ বিষয়ক জাতীয় সম্মেলনে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সম্মেলনে অংশ নেন আফগানিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।
সম্মেলনে আফগান বিদ্যুৎ বিভাগ ১৮টি প্রকল্পের জন্য চুক্তি সম্পন্ন করেছে। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে সৌরশক্তি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, সাবস্টেশন ও গ্রিড উন্নয়ন, বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদন এবং ব্যাংকিং খাতে আর্থিক সহায়তা উদ্যোগ।
এসময় আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দের উপস্থিতিতে ৯,১২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ অবকাঠামো নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও, ২৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য পৃথক চুক্তিও সম্পন্ন হয়।
এছাড়াও, উজবেকিস্তান সরকারের সঙ্গে আফগান বিদ্যুৎ বিভাগের ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের আওতায় সুরখান-পুল-ই-খুমরি ট্রান্সমিশন লাইনের সম্প্রসারণ এবং একাধিক সাবস্টেশন উন্নয়ন কাজ শুরু হয়েছে।
তথ্যসূত্র:
1. CEO of Da Afghanistan Breshna Sherkat Signed Agreements for Nearly 10,000 Megawatts of Electricity and Equipment Production Projects!
– https://tinyurl.com/ysu7fxxn
2. MoUs and Contracts Signed for 9,407 Megawatts of Power Generation
– https://tinyurl.com/5n78tbs8


