আফগানিস্তানের পাঞ্জশিরে নতুন করে ১০টি পান্না খনি আবিষ্কার

0
100

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে নতুন করে ১০টি পান্না (বেরিল খনি) আবিষ্কারের ঘোষণা দিয়েছে প্রদেশের খনি ও পেট্রোলিয়াম বিভাগ।

গত ৬ সেপ্টেম্বর আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রদেশটির আনাবা, রোখা, আবশার ও পারিয়ান জেলায় এইসব খনি শনাক্ত করা হয়েছে।

খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের প্রধান মাওলানা মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ জানান, মন্ত্রণালয়ের প্রকৌশলী ও কারিগরি দলের মাধ্যমে জরিপ ও শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও খনিজ সম্পদ শনাক্ত ও উন্নয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এর আগে পাঞ্জশির প্রদেশে ২৬০টি পান্না খনি আবিষ্কৃত হয়েছিল এবং এখন পর্যন্ত ৬০০টি লাইসেন্স দেওয়া হয়েছে পান্না উত্তোলনের জন্য।


তথ্যসূত্র:
1. Ten New Beryl Mines Identified in Panjshir
– https://tinyurl.com/2j2sthmw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে নতুন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় শহীদ আরও ৬৭