
আফগানিস্তানের জাবুল প্রদেশের বিভিন্ন জেলায় বিগত ৫ মাসে ৩৫ হাজার জন ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন। একাধিক দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তায় বিভিন্ন নির্মাণ প্রকল্পে এই কর্মক্ষেত্র তৈরি হয়েছে বলে জানায় প্রাদেশিক অর্থনীতি বিভাগ।
উক্ত বিভাগের প্রধান মৌলভী এজাতুল্লাহ হাজি আমির হাফিযাহুল্লাহ জানান, নিয়োগকৃত শ্রমিকগণ রাস্তাঘাট নির্মাণ, খাল খনন ও চেকবাঁধ নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন। কাজের বিনিময়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হতে নগদ অর্থ গ্রহণ করছেন।
কর্মকর্তাগণ জানান, প্রকল্পসমূহে অংশ নেয়া ৬৫০০ জন ব্যক্তির মধ্যে ৯৬ হাজার টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিবারকে নগদ ২ কোটি ২০ লক্ষ আফগানি বিতরণ করা হয়েছে।
কর্মকর্তাগণ আরও জানান, এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে বর্তমানে হাজার হাজার ব্যক্তি কর্মরত রয়েছেন।
তথ্যসূত্র:
1. Zabul Provides Employment Opportunities to 35,000 People
– https://tinyurl.com/5n95fs32


