
১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাতের শেষভাগে, অর্থাৎ জুমাবার তাহাজ্জুদের সময় দুই রাকাত নামাজ পড়ে কষ্ট লাঘবের দোয়া একশত বার পড়ে আল্লাহ্ তাআলার কাছে গাজার অসহায় মুসলিমদের জন্য দোয়া করার আবেদন জানিয়েছেন ফিলিস্তিন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম বিগ্রেড।
উম্মাহর প্রতি হামাসের সামরিক শাখার আবেদনটি নিম্নরূপ–
“আমরা আমাদের উম্মাহর সন্তানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা গাজায় আপনাদের অসহায় ভাইদের থেকে কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করুন—রাতের নিঃশব্দ সময়ে বিনীতভাবে দুই রাকাত নামাজ আদায় করে, এরপর নিম্নোক্ত দোয়াটি একশবার পাঠ করে:
لَا إِلَهَ إِلا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلا الله رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
বাংলা অর্থঃ
“আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি মহামহিমান্বিত, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আসমানসমূহের প্রতিপালক, যমীনের প্রতিপালক এবং সম্মানিত আরশের প্রতিপালক।”তারপর মহান আল্লাহ তাআলা’র কাছে গাজার মানুষদের দ্রুত পরিত্রাণের জন্য দোয়া করুন। কারণ, তিনিই আমাদের একমাত্র অভিভাবক এবং তিনি তা করতে সক্ষম। তিনি ব্যতীত কোন ভরসাস্থল বা শক্তি নেই।”
তথ্যসূত্র:
– https://tinyurl.com/y92n8d3n



ইনশাআল্লাহ
insha allah, may allah help you all! our dear brothers!