
১২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজা অঞ্চলে বর্বর ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। শহীদদের মধ্যে অধিকাংশই গাজা সিটি ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে এবং গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
গাজা সিটির আল-তাওয়াম এলাকায় দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর একটি হামলায় ১৪ জন শহীদ হন। একই দিনে, জাবালিয়া আল-নাজলা এলাকায় পৃথক হামলায় ৪ জন শহীদ ও আরও কয়েকজন আহত হয়েছেন। পশ্চিম গাজার আল-শাতি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারদের একটি তাবু লক্ষ্য করে হামলায় ২ জন শহীদ হন।
এছাড়া, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকায় মানবিক সাহায্যের অপেক্ষায় থাকা অবস্থায় ২ জন নিহত হন। মধ্য গাজার দেইর আল-বালাহ ও গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় পূর্ববর্তী হামলায় আহত আরও ২ জন মারা যান। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজায় ৬৪,৭০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অব্যাহত হামলা, খাদ্য ও পানীয় জলের সংকট এবং ধ্বংসযজ্ঞের ফলে সাধারণ মানুষ এক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
তথ্যসূত্র:
1. Today’s death toll rises to 42
– https://tinyurl.com/34k3a6a6


