প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ ও ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিক্ষোভ

0
42

প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং ট্রান্স জেন্ডার কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বাংলাদেশ খেলাফতে মজলিস একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতাকর্মীরা ছাড়াও দেশের ইসলাম ও ইমান প্রেমিক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষুব্ধ জনতা প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ ও ট্রান্স-জেন্ডার কোটা বাতিল দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘বন্ধ কর করত হবে, ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার’, ‘বাতিল করো করতে হবে, সঙ্গীত শিক্ষক, সঙ্গীত শিক্ষক’, ‘নিয়োগ দাও দিতে হবে, ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, বায়তুল মোকারমের গেইটে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাগণ সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম।

বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি হাফি. বলেন, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬২,০০ সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। সাথে ১% সমকামী শিক্ষক নিয়োগের জন্য কোটা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের এই ধরেনের সিদ্ধান্ত ৯২% মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

শায়খ হামিদি তার বক্তব্যে সংগ্রামী তৌহিদী জনতাকে উদ্দেশ্য করে আরও বলেন, এই দেশের মানুষ সঙ্গীত শিল্পী নিয়োগ দেওয়ার জন্য জুলাই বিপ্লব ঘটান নাই। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে ও স্বাধীনতার পক্ষে। যদি এই প্রজ্ঞাপন বাতিল না করা হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

অবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগ ও ট্রান্সজেন্ডার কোটা বাতিলের আহ্বান জানান অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম উলামা ও তৌহিদি জনতা। সঙ্গীত শিক্ষকের স্থলে আলেমদের মধ্য থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীও জানান তাঁরা।


তথ্যসূত্র:
১. https://tinyurl.com/mvnxbrvx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ শাবাব মুজাহিদিনের আইলদির শহর দখল: সোমালিয়ার সামরিক পরিস্থিতির নতুন মোড়
পরবর্তী নিবন্ধকুমিল্লায় অস্ত্রসহ আটক দুই যুবদল সন্ত্রাসী