বর্বর ইসরায়েলি হামলায় ইয়েমনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬

0
65

ইয়েমেনে বর্বর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬৫ জন। ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ১০ সেপ্টেম্বর, বুধবার মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল এ হামলা চালিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাউফ প্রদেশে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন, আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন। নিহতদের মধ্যে ১১ নারী ও ৫ শিশু এবং আহতদের মধ্যে ২৯ নারী ও ৩১ শিশু রয়েছে।

বুধবার(১০ সেপ্টেম্বর) ভোরে কয়েক দফায় আকাশ থেকে বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমান। ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আবাসিক এলাকা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বহু বাড়িঘর।

আহতদের মধ্যে অনেকে অঙ্গহানি ও গুরুতর পোড়ার ক্ষত নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ডাক্তাররা বলছেন, অনেকের অবস্থা এতটাই সঙ্কটজনক যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল, যেখানে কোনো সামরিক ঘাঁটি বা অস্ত্রভাণ্ডার ছিল না। আকাশ থেকে বোমা পড়ার পর মুহূর্তেই চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা সামরিক কৌশল নয়, বরং সন্ত্রাসী কৌশল—যার মাধ্যমে একটি জাতির মনোবল ভেঙে ফেলার চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
1. Death toll rises to 46 in Israeli raids on Yemen
– https://tinyurl.com/2pd4kpa6
2. Death toll rises to 46 in Israeli raids on Yemen
– https://tinyurl.com/y72z9w7v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের ঈমান-আকিদা সুরক্ষায় কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীরসাহেব মধুপুর
পরবর্তী নিবন্ধখুলনায় অবৈধভাবে কলেজের সম্পত্তি দখলের অভিযোগ ইসকনের বিরুদ্ধে, নেপথ্যে চিন্ময়