গাজায় ইসরায়েলি গণহত্যা: একই পরিবারের ১৪ জনসহ ৬৫ ফিলিস্তিনি শহীদ

0
47

ইহুদিবাদী দখলদার ইসরায়েল আবারও গাজার বেসামরিক মানুষদের ওপর অমানবিক হামলা চালিয়েছে। ১২ সেপ্টেম্বর, শুক্রবারের সারাদিনব্যাপী বিমান ও কামান হামলায় অন্তত ৬৫ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের ১৪ জন সদস্যও রয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধু গাজা সিটি ও উত্তরাঞ্চলেই শহীদ হয়েছেন অন্তত ৪৮ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন, স্কুল এবং শরণার্থী শিবির।

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, গাজার পূর্বাঞ্চলজুড়ে বিস্ফোরণ আর গোলাবর্ষণের এক ভয়ংকর রাত কাটিয়েছে মানুষ।

সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে সুলতান পরিবারের ওপর। গাজার আত-তুয়াম এলাকায় নিজেদের ঘরে থাকা অবস্থায় ইসরায়েলি বোমায় একসাথে প্রাণ হারান পরিবারের ১৪ জন সদস্য। হামাস এক বিবৃতিতে এই হত্যাযজ্ঞকে “সুসংগঠিত যুদ্ধাপরাধ” আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা বিশ্বশক্তিগুলোর নীরব সমর্থনকে এই গণহত্যা চলমান রাখার অন্যতম কারণ হিসেবে দায়ী করেছে।

এছাড়া গাজার দারাজ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একটি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। শাতি শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় নেয়া মানুষও হামলার শিকার হয়ে পুনরায় রাস্তায় নেমে পড়তে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, এখনো অন্তত ১৩ লাখ মানুষ গাজা সিটি ও উত্তরে অবস্থান করছে। ইসরায়েল তাদের দক্ষিণে চলে যেতে চাপ দিচ্ছে, অথচ দক্ষিণের “মানবিক এলাকা” নামে পরিচিত খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলও এখন অমানবিক পরিস্থিতির শিকার। এখানে পানি, খাদ্য ও ন্যূনতম চিকিৎসা সেবা নেই। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানিয়েছেন, “পরিবারগুলো এখানে এসে আবার ফিরেও যাচ্ছে, কারণ কোথাও নিরাপত্তা বা মর্যাদার সাথে বাঁচার পরিবেশ নেই।”

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) জানিয়েছে, মাত্র এক মাসেরও কম সময়ে ৭০ হাজারের বেশি মানুষ বাধ্য হয়ে উত্তরের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে আশ্রয় নিয়েছে। কিন্তু এ স্থান ইতোমধ্যে জনাকীর্ণ, ফলে নতুন আগত শরণার্থীদের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই।


তথ্যসূত্র:
1. Israel kills 56 Palestinians in Gaza, most of them desperately seeking aid
– https://tinyurl.com/kk4r58yv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান থেকে রহস্যময় হত্যাকাণ্ড সফলভাবে নির্মূল হয়েছে: তালিবান গোয়েন্দা প্রধান
পরবর্তী নিবন্ধশিকাগো শহরের চেয়েও আফগানিস্তানের নিরাপত্তা অবস্থা অধিক স্থিতিশীল: ট্রাম্পের স্বীকারোক্তি