গাজায় তীব্র হামলা চালাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েল, নিহত আরও শতাধিক

0
35

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবারের এই হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর ) ভোররাত থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় উত্তর গাজায় ৮৬ জন, কেন্দ্রীয় অঞ্চলে ৯ জন এবং দক্ষিণে ৬ জন শহীদ হয়েছেন। এর মধ্যে অধিকাংশ নিহত গাজা শহরের বাসিন্দা।

মঙ্গলবারের বিকেলে ইসরায়েলি বাহিনী গাজা সিটির পশ্চিমে আল-কাতিবা স্কয়ারের কাছে একটি যানবাহন লক্ষ্য করে হামলা চালায়। গাড়িটিতে ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা—সেই হামলায় ৫ জন একসাথে প্রাণ হারান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি বাহিনী তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের ট্যাঙ্কের বিশাল বহর গাজায় প্রবেশ করছে। বোমা হামলা ও লোকজনের বাস্তুচ্যুতির দৃশ্যও দেখা গেছে।

স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করেছে যে, গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের ফলে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪,৯৬৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং অন্তত ১,৬৫,৩১২ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Over 100 Palestinians killed in Gaza since dawn today
– https://tinyurl.com/nhn8u44

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাতার ও তালিবান প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত, গুরুত্ব পেয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা
পরবর্তী নিবন্ধআরাকানে মুসলিম গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ করলো সন্ত্রাসী আরাকান আর্মি