ইয়েমেনের রাজধানী সানায় দুর্বৃত্ত ইসরায়েলের বিমান হামলা, নিহত ৮

0
39

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে অন্তত ১৪২ জন।

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা প্রায় ২০টি যুদ্ধবিমান ব্যবহার করে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় হামলা চালায়। তবে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। হামলার উদ্দেশ্য ছিল ধাহাবানের বিদ্যুৎকেন্দ্র এবং আবাসিক এলাকা।

স্থানীয় সূত্র জানায়, দখলদার ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে ধাহাবানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে, পরে আল-রাক্কাস স্ট্রিটের মোঈন ও সাবেইন এলাকায় আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং আবাসিক ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ৮ বেসামরিক নিহত ও ১৪২ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Israeli strikes pound Yemen’s capital as Houthi leader decries Gaza war
– https://tinyurl.com/3677bkp9
2. Israel strikes Yemen’s Sanaa after Houthi drone attack on Eilat
– https://tinyurl.com/3wwsw7y7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের ৮০টিরও বেশি দেশে বাণিজ্য সম্প্রসারণ করেছে ইমারতে ইসলামিয়া সরকার
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল সভাপতি