আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্ৰুপের সংঘর্ষে নিহত ০১

0
39

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে সাদেক মিয়া নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, চরাঞ্চলের আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম চৌধুরী ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর কাইয়ুম মিয়ার সমর্থক ইদন মিয়া নিহত হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর কাইয়ুম বাহিনীর হামলায় শাহ আলম গ্রুপের সমর্থক ফেরদৌসী আক্তার মারা যায়। এরপর থেকে কাইয়ুম মিয়ার সমর্থকরা বাড়িছাড়া হয়ে যায়। প্রায় ১০ দিন বাড়িছাড়া থাকার পর (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় কাইয়ুম বাহিনীর সমর্থকরা এলাকায় উঠতে চাইলে শাহ আলম বাহিনী স্থানীয় আওয়ামী লীগের আসাদ উল্ল্যাহ ও দিপু গ্রুপের সহায়তায় তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া নিহত হয়। আহত হয় ১০ জন।


তথ্যসূত্র:
১.আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত
-https://tinyurl.com/yh4xx4hy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোকে ‘দেশদ্রোহী’ ঘোষণাপূর্বক সামরিক নিরাপত্তা বাড়াতে হবে: হেফাজতে ইসলাম
পরবর্তী নিবন্ধভারতে উত্তরপ্রদেশে মুসলিম শিশুকে খুন করে গাছে ঝুলিয়ে দিলো হিন্দুত্ববাদীরা