
ভারতের হায়দ্রাবাদে হিন্দুদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের আগে বেশ কয়েকটি মসজিদ কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে এই ব্যবস্থা নিয়েছে বলে দাবি করলেও, অনেকেই একে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন।
গত ৩ অক্টোবর মুসলিম মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজা মিছিলের আগে হায়দ্রাবাদের আফজালগঞ্জ, পাথরগাট্টি, সিদ্দিকআম্বর বাজার, মোয়াজ্জম জাহি মার্কেটসহ ওল্ড সিটির বিভিন্ন এলাকার মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসন দাবি করেছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এটি করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে গণেশ প্রতিমা বিসর্জনের সময়ও একইভাবে মসজিদগুলো ঢেকে দেওয়া হয়েছিল। ফলে এই ধারাবাহিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে এটি কি কেবল নিরাপত্তার জন্য, নাকি মুসলিম সম্প্রদায়কে চিহ্নিত ও প্রান্তিক করার আরেকটি ইঙ্গিত?
অনেকেই বলছেন, হিন্দুত্ববাদী প্রশাসনের এই ধরণের সিদ্ধান্ত ভারতে ধর্মীয় সহাবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
তথ্যসূত্র:
1. Mosques covered in Hyderabad ahead of Durga idol immersion in Hyderabad
– https://tinyurl.com/y5pse6kz


