নিরবচ্ছিন্ন যানচলাচল নিশ্চিত করবে সালাং হাইওয়ে বিকল্প সড়ক, নির্মাণ কাজের অগ্রগতি ৭০%

0
87

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে সালাং হাইওয়ে এর বিকল্প রাস্তার নির্মাণ কাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। পারওয়ান প্রদেশের ঘোরবন্দ উপত্যকাকে বাগলান প্রদেশের দোশি জেলার সাথে সংযুক্ত করতে এই নতুন রাস্তার উদ্যোগ নেয়া হয়েছিল। যা সালাং মহাসড়কের বিকল্প রুট হিসেবেও পরিচিত।

এটি নির্মাণের উদ্দেশ্য হল নাগরিক ও গাড়িচালকদের সুবিধা নিশ্চিত করা। এর ফলে সংশ্লিষ্ট পথে ছোট-বড় সবধরনের যানবাহন চলাচল সহজ হবে, যানজট নিরসন হবে, এছাড়া প্রকল্প কার্যক্রম চলমান থাকলে বিকল্প সড়কের কারণে যানচলাচল আর বাধাগ্রস্ত হবে না।

আফগান জনগণের নিজস্ব অর্থায়ন ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, নির্মাণ কাজ অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, তাই শীঘ্রই এই যোগাযোগ রুটটি সম্পন্ন ও চালু হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২২ জুলাই, ২০২৪ সালাং মহাসড়কের বিকল্প সড়ক নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রী মুহাম্মদ ঈসা সানি হাফিযাহুল্লাহ।


তথ্যসূত্র:
1. https://x.com/HurriyatDa/status/1974341263139737936
2. Alternative route of Salang Highway Inaugurated
– https://tinyurl.com/5y9uy5kh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মূর্তি বিসর্জনের আগে বহু মসজিদ কাপড় দিয়ে ঢেকে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধসোমালিয়ার মোগাদিশুতে গোয়েন্দা দপ্তরে শাবাব মুজাহিদিনদের সমন্বিত হামলা: অসংখ্য বন্দি মুক্তি