বিগত ৪ বছরে আফগানিস্তানে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ লক্ষ ৯২ হাজার সার্টিফিকেট বিতরণ

0
59

বিগত ৪ বছরে শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইমারতে ইসলামিয়া সরকারে। তন্মধ্যে একটি অর্জন হল দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ লক্ষ ৯২ হাজার সার্টিফিকেট বিতরণ করেছে ইমারতে ইসলামিয়া শিক্ষা মন্ত্রণালয়। এমনকি কেবল বিগত ৬ মাসেই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১ লক্ষ ৪২ হাজার সার্টিফিকেট মুদ্রণ এবং বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী মনসুর আহমেদ হামজাহ হাফিযাহুল্লাহ তথ্যসমূহ জানান।

তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিশেষ ফরম্যাট প্রতিষ্ঠা করা হয়েছে, যা নিয়ে কেউ এখন আর অভিযোগ করতে পারে না। এই সিস্টেম শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতি রোধ করবে। নতুন এই ফরম্যাটে সার্টিফিকেটে ১৬ থেকে ১৭টি সুরক্ষা কোড অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কারও পক্ষে পরিবর্তন বা চুরি করা সম্ভব নয়।

নাগরিকদের মতে, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শিক্ষা কারিকুলাম উন্নয়নের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া সারাদেশেই শিক্ষকদের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/6vjv98vy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ধর্মীয় দাঙ্গা লাগাতে’ ৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, ইন্ধন ছিল কিছু বুদ্ধিজীবীর: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধকেনিয়ায় শত্রু বাহিনীর বিরুদ্ধে আশ শাবাব মুজাহিদিনের পৃথক দুটি শক্তিশালী অভিযান: নিহত কমপক্ষে ৫,আহত অন্তত ১৪