
উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের আদিতমারী, হাতীবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে অন্তত ১০টি ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাজার হাজার একর আমন ধানের ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তা ও বাজারঘাট। নদীর পানি ঘরে ঢুকে বন্ধ হয়ে গেছে রান্নাবান্না, বহু মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে ও বিদ্যালয়ে।
রবিবার (৫ অক্টোবর) রাতে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে সোমবার (০৬ অক্টোবর) সকাল থেকে পানি ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীপাড়ের মানুষজন এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তথ্যসূত্র:
১.তিস্তার পানিবৃদ্ধিতে লালমনিরহাটে প্লাবিত দশ ইউনিয়ন, পানিবন্দি ২০ হাজার পরিবার
-https://tinyurl.com/yvjta9te


