যুদ্ধবিরতি লঙ্ঘন : বাড়ি ফেরা ৯ ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল

0
94

মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরুর পর প্রথম বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গাজা শহরের উত্তরাঞ্চল ও দক্ষিণ খান ইউনিসে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করা কমপক্ষে নয়জন ফিলিস্তিনিকে সন্ত্রাসী ইসরায়েলি সৈন্যরা গুলি করে শহীদ করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

১৪ অক্টোবর, মঙ্গলবার গাজা সিটির পৃথক দুই স্থানে সন্ত্রাসী ইসরয়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এ সময়েই ওই হামলার ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনে কমপক্ষে ৬৭ হাজার ৯১৩ জন শহীদ ও এক লাখ ৭০ হাজার ১৩৪ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Updates: Israel kills at least 9 Palestinians in Gaza despite ceasefire
– https://tinyurl.com/bdhukeph

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার অভ্যন্তরে পাকিস্তানের পুনরায় সন্ত্রাসী হামলা: শহীদ কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক, পাল্টা আক্রমণ তালিবান মুজাহিদদের
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণ প্রবেশে বাধা, প্রতিশ্রুতি দিলেও রাফাহ ক্রসিং বন্ধ রেখেছে দুর্বৃত্ত ইসরায়েল