
সাভারে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী (২২)। ভুক্তভোগী ওই নারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। এ ঘটনায় গত ১৬ অক্টোবর রাতে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী।
গত ১৪ অক্টোবর উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যসহ পলাতক রয়েছেন ধর্ষকরা।
স্থানীয়রা জানান, ঐদিন বিকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করে মাদকাসক্ত সোহেল রোজারিও (৩৭), তিলক রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। পরে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে।
সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী নারী ধর্ষণের কথা কাউকে জানাননি। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং সাভার মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, ‘শুক্রবার ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
এদিকে বিইউপির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে গত ১৮ অক্টোবর বিকালে রাজধানীর মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। বিকাল সাড়ে ৫টার দিকে তারা মিছিল নিয়ে এসে কিছু সময়ের জন্য মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। সেইসঙ্গে আজ ১৯ অক্টোবর বেলা ২টায় মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভুক্তভোগীর সহপাঠীরা।
তথ্যসূত্র:
1. সহপাঠীকে ধর্ষণ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিইউপির শিক্ষার্থীদের বিক্ষোভ
– https://tinyurl.com/mtb9r9nd


