পটিয়ায় চিকিৎসকদের উদাসীনতায় হাসপাতালের জঙ্গলে সন্তান প্রসব করলেন নারী

0
85

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবহেলার কারণে এক প্রসূতি নারীকে হাসপাতালে ভর্তি করার পরও ডেলিভারি না করিয়ে ছাড়পত্র দেওয়া হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি হাসপাতালের পাশের জঙ্গলে সন্তান জন্ম দেন। গত ১৯ অক্টোবর হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার মধ্যেই। অভিযোগ উঠেছে, চিকিৎসক ও নার্সদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এমন অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতির সন্তান প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরও লেবার ওয়ার্ডের নার্সরা চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় নবজাতকের শরীরের অর্ধেক বেরিয়ে এলেও উপস্থিত চিকিৎসকরা ‘চিকিৎসা-সুবিধা নেই’ উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

রোগীকে যখন নিচে নামানো হচ্ছিল, তখন প্রসূতির অবস্থা দ্রুত অবনতি ঘটে। চরম যন্ত্রণায় তিনি হাসপাতালের ভেতরেই একটি নির্জন ঝোপঝাড়ের দিকে গিয়ে সন্তান প্রসব করেন। এরপর তাদের সেখান থেকে হাসপাতালের লেবার ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়।

এমন মানবতাবর্জিত ঘটনার সংবাদ প্রকাশের পর চট্টগ্রামজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়দের অভিযোগ, ‘সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ নতুন কিছু নয়। সময়মতো সেবা না দেওয়া, রোগী ফেরত পাঠানো আর দায়িত্ব এড়ানো এখন নিত্যদিনের ঘটনা।’


তথ্যসূত্র:
1. হাসপাতালের জঙ্গলে নারীর সন্তান প্রসব, তদন্ত কমিটি গঠন
– https://tinyurl.com/3wuubcb4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনবীনবরণকে কেন্দ্র করে ভিক্টোরিয়া কলেজে অস্ত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে আগুনে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি