সোমালিয়ায় আশ-শাবাব মুজাহিদিনের অব্যাহত অভিযানে বহু শত্রুসেনা হতাহত

0
161

আল কায়েদা সংশ্লিষ্ট পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন এর যোদ্ধারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলে প্রদেশের উপকূলীয় শহর ব্রাভে অবস্থিত উগান্ডান সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে একটি অতর্কিত হামলা পরিচালনা করেন। ১৮ অক্টোবর (শনিবার) শাবাব মুজাহিদিনদের হামলায় উগান্ডা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

অন্যদিকে, শুক্রবার (১৭ অক্টোবর) বাই প্রদেশের বাইদোয়া শহরের উপকণ্ঠে অবস্থিত বারজিদ এলাকায় সরকার সমর্থিত মিলিশিয়াদের এক সামরিক ঘাঁটিতে শাবাব মুজাহিদিনদের হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকজন শত্রু সেনা নিহত ও আহত হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় লোয়ার শাবেলে প্রদেশের বুলোমারার শহরে, শাবাব মুজাহিদিনদের একটি নিরাপত্তা ইউনিট পরিচালিত বিস্ফোরণে সরকার সমর্থিত মিলিশিয়ার একজন সদস্য নিহত হয়েছে।
বিস্ফোরণটি লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়েছিল মিলিশিয়ার ব্যবহৃত মোটরসাইকেলটিকে, যা মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুজাহিদিনরা ১৪ অক্টোবর দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলে প্রদেশের একটি শহরে শাবাব মুজাহিদিনদের হামলায় সরকার সমর্থিত মিলিশিয়ার একাধিক সদস্য নিহত ও আহত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ হয়, হামলাটি চালানো হয়েছিল মিলিশিয়াদের এক সামরিক ঘাঁটিতে, যেখানে সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি।


তথ্যসূত্র:
https://tinyurl.com/mtdnth4s
https://tinyurl.com/46dfd38p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুজরাটে ফেসবুকে ‘I love Muhammad’ লিখা পোস্টের জেরে মুসলিম-মালিকানাধীন দোকানপাট ও ঘরবাড়ী পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধমাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে আলিফের মতো হত্যার হুমকি দিলো সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের সদস্য