শিল্পোন্নয়নের ধারাবাহিকতায় আফগানিস্তানের কাবুলে ইস্পাত গলন কারখানার দ্বিতীয় ধাপের উদ্বোধন

0
59

আফগানিস্তানের হেরাত শিল্প পার্কে কাবুল ফুলাদ ইস্পাত গলন প্ল্যান্টের দ্বিতীয় পর্যায় উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। নতুন এই ধাপে ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এই প্লান্টের দৈনিক ৫০০ টন লোহা প্রসেসিং এর সক্ষমতা রয়েছে। এটি উদ্বোধনের ফলে ৪০০ জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

আফগানিস্তানের শিল্প অবকাঠামোর উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানের বক্তব্যে উপপ্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলো আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে, এই প্রচেষ্টা আরও সম্প্রসারিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে শিল্পের বিকাশে ইমারতে ইসলামিয়া বিশেষভাবে মনোনিবেশ করেছে, এই উদ্দেশ্যে নিজ দেশে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ আমদানির জন্য বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগে আবারও আহ্বান জানান এবং সব ধরনের সহযোগিতার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।


তথ্যসূত্র:
1. Inauguration of the second phase of the Kabul Steel Plant in Herat with the presence of Mullah Abdul Ghani Baradar Akhund
– https://tinyurl.com/58wjkukd
2. https://tinyurl.com/3a526wbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে আলিফের মতো হত্যার হুমকি দিলো সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের সদস্য
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের হেরাতে TAPI প্রকল্পের দ্বিতীয় পর্যায় উদ্বোধন: সমৃদ্ধির পথে নতুন মাইলফলক