
তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন হয়েছে। আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ (হাফিযাহুল্লাহ) এর উপস্থিতিতে প্রকল্পটি উদ্বোধন হয়।
TAPI প্রকল্পের মোট দৈর্ঘ্য ১,৮১৪ কিলোমিটার। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাস সমৃদ্ধ দেশ তুর্কমেনিস্তান থেকে পাকিস্তান ও ভারতে প্রতিদিন ৩৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। আফগানিস্তানের ভূখণ্ডে এর অংশ ৮১৬ কিলোমিটার, যার মধ্যে প্রথম পর্যায়ের ১৪ কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সোমবার দ্বিতীয় পর্যায়ে হেরাত থেকে আরও ১৫৩ কিলোমিটার পাইপলাইন নির্মাণ শুরু হয়েছে, যা প্রকল্পকে গতিময় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই ১০ বিলিয়ন ডলারের প্রকল্পটি আফগানিস্তানকে বিনামূল্যে ৫% গ্যাসের পাশাপাশি বার্ষিক ৪০০-৫০০ মিলিয়ন ডলার ট্রানজিট ফি আয় এবং ১০ হাজারের বেশি কর্ম সংস্থানের সুযোগ প্রদান করবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অর্থায়নে চলমান এই উদ্যোগ ২০২৭-২৮ সালের মধ্যে সম্পূর্ণ হবে।
তথ্যসূত্র:
1. 2nd phase of the TAPI project inaugurated in Herat
– https://tinyurl.com/54t2vyyx


