সোমালিয়ায় আশ শাবাব মুজাহিদিনের বিরুদ্ধে “AUSSOM” জোটের ব্যর্থতা; উদ্বিগ্ন ক্রুসেডার কেনিয়া

0
219

সোমালিয়ায় হারাকাতুশ শাবাব আল মুজাহিদিনের বিরুদ্ধে “AUSSOM” সামরিক জোটের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রুসেডার কেনিয়া। দেশটির সরকার বলছে, শাবাব মুজাহিদিনদের বিরুদ্ধে লড়াইয়ে “AUSSOM” জোটের একের পর এক পরাজয়ে তীব্র আর্থিক সংকট এখন তাদের সামরিক সক্ষমতাকে বিপর্যস্ত করে ফেলেছে, যার ফলে সোমালিয়ায় আশ শাবাব মুজাহিদিনদের বিরুদ্ধে তাদের অভিযান কার্যত স্থবির হয়ে পড়েছে।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতিসংঘের কথিত শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া দেশগুলোর সেনাবাহিনীর প্রধানদের বৈঠকে, কেনিয়ার উপ-সেনাপ্রধান মোহাম্মদ হাসান তীব্র সতর্কতা জারি করে বলে,

“AUSSOM জোট তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে, আর এর আর্থিক ঘাটতি এখন নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।”

সে জানায়, অর্থায়নের ঘাটতি ও সরঞ্জামের অভাব জোটের সামরিক শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে, ফলে তারা সোমালিয়ায় আশ শাবাব মুজাহিদিনদের বিরুদ্ধে অক্ষম হয়ে পড়ছে।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন কেনিয়া বারবার সতর্ক করছে যে AUSSOM জোটের এই দুরবস্থা তাদের আঞ্চলিক প্রভাব ভেঙে দিতে পারে।

কেনিয়া এবং জোটের অন্যান্য অংশীদার দেশগুলো আশঙ্কা করছে, আর্থিক ও প্রশাসনিক ব্যর্থতার কারণে শাবাব মুজাহিদিনদের বিরুদ্ধে AUSSOM শীঘ্রই সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এটি কোনো নতুন খবর নয়, এটি আফ্রিকার মাটিতে জিহাদের বিজয়ের আরেকটি অধ্যায়। আগ্রাসী দখলদাররা যতই অর্থ খরচ করুক, তাদের সন্ত্রাসী অভিযান মুজাহিদদের ঈমানের সামনে ধূলিসাৎ হয়ে যাবে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/muu4epkf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মিডিয়ায় যুদ্ধের আহ্বান: তাওহিদের ভিত্তিতে বাঙ্গালী মুসলিমের ঐক্য ও প্রস্তুতির আবশ্যকীয়তা
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির পর বাণিজ্যের স্বার্থে পর্যায়ক্রমে খুলে দেয়া হচ্ছে আফগান-সীমান্ত গেইটসমূহ