
চলতি বছর আফগানিস্তানে স্ট্রবেরি ফল উৎপাদন ৬৮১ মেট্রিক টনে পৌঁছেছে, যা বিগত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই বছর দেশের ৬টি প্রদেশে ১০৮১ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ করা হয়েছে। এর মধ্যে বালখ, হেরাত ও নানগারহার প্রদেশে সর্বাধিক ফলন হয়েছে।
স্ট্রবেরি অত্যন্ত মূল্যবান একটি ফল, অনুকূল জলবায়ু পরিস্থিতির কারণে আফগানিস্তানে এই ফলের চাষ ক্রমেই বাড়ছে।
অদূর ভবিষ্যতে আফগানিস্তানে উৎপাদিত স্ট্রবেরি আন্তর্জাতিক বাজারে একটি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া দেশীয় বাজারে ইতোমধ্যে এটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4v3zz5jh
2. Afghanistan’s strawberry harvest increased significantly this year
– https://tinyurl.com/2532xycc


