
পূর্ব আফগানিস্তানের কুনার নদীর উপর অনতিবিলম্বে একটি বাঁধ নির্মাণ প্রকল্প আরম্ভ করার নির্দেশ দিয়েছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমীর মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। এই উদ্যোগ বাস্তবায়নে কোনও বিদেশি সংস্থার জন্য বসে না থেকে দ্রুত দেশীয় কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া শুরু করতে তিনি গুরুত্বারোপ করেছেন।
এই প্রসঙ্গে ইমারতে ইসলামিয়ার পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ হাফিযাহুল্লাহ বলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের পানি সম্পদ পরিচালনার জন্য আফগান জনগণের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। নিজেদের পানি সম্পদ যথাযথভাবে ব্যবস্থাপনা করার অধিকার আফগানবাসীর রয়েছে। এই পানি সম্পদ দেশের উন্নয়নের স্বার্থে বিনিয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আফগানিস্তানের স্বনির্ভরতা ও পানি সম্পদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে এই পদক্ষেপ একটি নতুন পর্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দেশটির অর্থনৈতিক জাগরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ৪৮০ কিলোমিটার দীর্ঘ কুনার নদী আফগানিস্তানের নানগারহার প্রদেশ হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সংযুক্ত হয়েছে। পাকিস্তান অংশে এটি চিত্রাল নদী নামেও পরিচিত।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y6fykm3h


