
ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরকারি সফরে তুরস্কে গিয়েছেন। এই সফরের উদ্দেশ্য হল, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি প্রসঙ্গে পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করা। ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ গত ২৪ অক্টোবর তার এক্স পোস্টের বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রমতে, আসন্ন বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়গুলো হল:
১) পাকিস্তান ও আফগানিস্তান- পরস্পরের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড প্রতিরোধ করতে একটি তদারকি ব্যবস্থা গঠন করা;
২) উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি পরস্পরের শ্রদ্ধা নিশ্চিত করা, এই লক্ষ্যে বিদ্যমান আইন কঠোরভাবে পালন ও বাস্তবায়ন করা;
৩) বিগত ২ দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জের মূল কারণসমূহ খুঁজে বের করা;
৪) উভয় দেশের বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা;
৫) আফগান শরণার্থীদের জোরপূর্বক নির্বাসন বন্ধ করা;
৬) পাক-আফগান সীমান্ত রুট উন্মুক্ত রাখা’
৭) রাজনৈতিক উদ্দেশ্যে উপরে উল্লিখিত জাতীয় বিষয়াবলী ব্যবহার করা থেকে বিরত থাকা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4ajdyrer
2. IEA delegation travels to Turkey for truce talks, says Mujahid
– https://tinyurl.com/2thnxzhp


